জেলা ব্রেকিং নিউজ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়ার

মঙ্গলবার গভীর রাতে হঠাৎই বিকট শব্দ কেঁপে ওঠে বরানগর পৌরসভার ১৬নং ওয়ার্ডের টি.এন চ্যাটার্জী স্ট্রিট সংলগ্ন গোটা এলাকা। আতঙ্কে সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়েন এলাকাবাসীরা। এরপর তারা বাইরে বেরিয়ে দেখেন, ৩৪ নম্বর টি.এন চ্যাটার্জী স্ট্রিটের একটি বাড়ির একটি অংশ পুরোপুরি ভেঙে পড়েছে। বাড়িতে সেই সময় ছিলেন সুমিত্রা মাইতি নামে ৫৫ বছর বয়সী এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বরাহনগর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।

পুলিশ সূত্রে খবর, পুরনো একটি বাড়ি ভেঙে পড়ায় বিকট শব্দ হয়। যার দ্বরুন এলাকাবাসীর মনে হয়েছে বিস্ফোরণের শব্দ হয়েছে। বাড়ির ভাঙ্গা অংশ থেকে উদ্ধার হল বাড়ির মালিক সুমিত্রা মাইতির (৫৫) মৃতদেহ। জানা গেছে, তিনি একাই থাকতেন ওই অংশে। তার মেয়ের বিয়ে হয়ে গেছে।

স্থানীয়দের দাবি, সিলিন্ডার বিস্ফোরণের জেরেই ভেঙে পড়েছে সুমিত্রাদেবীর বাড়ি। এবিষয়ে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর অঞ্জন পাল বলেন, “একজন মহিলা ধ্বংসস্তূপে আটকে পড়েন। তাঁর দেহ উদ্ধার হয়েছে। বাড়িটি পুরোনো হওয়ায় কোনওভাবে ভেঙে পড়েছে বলেই অনুমান। দমকল এবং পুলিশের সঙ্গে কথা বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি কোনও বিস্ফোরণ হয়নি। দমকল ঘটনাস্থলে এসে একটি গ্যাস সিলিন্ডার খোলা অবস্থায় পায়। তারা সেটিকে সিল করে দেয়। তদন্ত হলে বিষয়টা স্পষ্ট হবে।”

ঘটনার পর ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিস এবং দমকল ধ্বংসস্তূপ থেকে বাড়ির মালিক ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে। তারপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় বরানগর থানার পুলিস। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।