প্রতিদিন যেভাবে করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে চলেছে তাতে করোনা ভাইরাস এর তৃতীয় ঢেউ যে কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দপ্তর কড়া বিধিনিষেধ সত্বেও জারি রয়েছে করোনার চোখ রাঙানি।
এদিকে স্বাস্থ্য দফতর থেকে পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৬,৬৮৭ জন কলকাতার বাসিন্দা। দৈনিক সংক্রমণের নিরিখে প্রথমে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ৪, ০১৮ জন।
দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ১,৫৩৩ জন। চতুর্থ স্থানে রয়েছে হুগলি। সেখানে আক্রান্ত হয়েছেন ১,৩৯৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৬৩, ৬৯৭।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ২৮ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনায় আক্রান্ত হয়ে সেখানে প্রাণ হারিয়েছেন সেখানকার ৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ০১৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮,৬৮৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,৯৮, ২০১। করোনার বিরুদ্ধে এগিয়ে যেতে টিকার পাশাপাশি এবার শুরু হল বুস্টার ডোজ।