দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এবার মহারাষ্ট্রে একসঙ্গে ৭ জন ওমিক্রন আক্রান্তের হদিস মিলেছে। যাদের মধ্যে ৪ জন বিদেশ থেকে আগত। বাকিরা এদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। জয়পুরে একই পরিবারের ৯ জনের শরীরে পাওয়া গিয়েছে ওমিক্রন। তাঁদের মধ্যে ৪ জন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। এর ফলে সব মিলিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১।
বর্তমানে, বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি ‘ওমিক্রন’। গতকাল পর্যন্ত ভারতে ৪ ওমিক্রন আক্রান্ত ছিলেন যাদের মধ্যে দু’জন কর্ণাটকের। একজন গুজরাটের জামনগরের, অন্যজন মুম্বইয়ের। এরপর এক চাঞ্চল্যকর তথ্য জানা যায়, বেঙ্গালুরুর ওমিক্রন আক্রান্ত ব্যক্তি কর্ণাটকে থেকে ২৭ নভেম্বর বিমানে চেপে দুবাই চলে গিয়েছেন।
আজ দিল্লিতে আরও এক ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এবার শুধু মহারাষ্ট্রেই একসঙ্গে ৭ ওমিক্রন আক্রন্তের খোঁজ মিলল। অন্যদিকে রাজস্থানে একই পরিবারের ৯ জন ওমিক্রনে আক্রান্ত।
মহারাষ্ট্র প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক মহিলা ও তাঁর দুই মেয়ে সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছেন। ওই মহিলার ভাই এবং তাঁর দুই মেয়েও সংস্পর্শে এসে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই পুনের বাসিন্দা। সম্প্রতি, আরও এক ব্যক্তি ফিনল্যান্ড থেকে ফিরেছেন, তিনিও ওমিক্রনে আক্রান্ত। অন্যদিকে রাজস্থানের ওই পরিবারের ওমিক্রন আক্রান্তদের মধ্যে ৪ জন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। রবিবার তানজানিয়া থেকে আগত এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতে প্রথম করোনা ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র খবর পাওয়া যায়। মহারাষ্ট্রের বাসিন্দা বছর ৩৩-এর ওই ব্যক্তি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে দিল্লিতে আসেন। সেখান থেকে মুম্বইয়ে ফেরেন। ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত জানার পর তাঁকে মুম্বইয়ের একটি কোভিড কেয়ার সেন্টারের আইসোলেশান ওয়ার্ডে রাখা হয়েছে।