ক্রমাগত বাড়ছে চোখের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ির প্রায় প্রতিটি সদস্য একের পর এক আক্রান্ত হচ্ছেন। চিকিত্সকেরা বলছেন, বর্ষার আবহাওয়ায় বাতাসে ভাইরাসের পরিমাণ বেড়ে যায়। সারাক্ষণই একটা অস্বস্তি অনুভূত হতে থাকে। তাই স্পর্শকাতর ত্বক বা চোখের ক্ষেত্রে এ ধরনের লক্ষণগুলি বেশি দেখা যায়।
ভারতে চোখের ফ্লু বা কঞ্জাঙ্কটিভাইটিসের ক্ষেত্রে হঠাত্ বৃদ্ধির কারণ কী? এটা এড়ানোর উপায় কি? যে বাড়িতে এই সমস্যা আছে তার যত্ন কীভাবে নেবেন এমন অনেক প্রশ্নেরই উত্তর দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞরা।
চোখের ফ্লুর ক্রমবর্ধমান কেস নিয়ে মানুষ চিন্তিত। কেন হঠাত্ করে সবার চোখে ফ্লু হয় সে বিষয়ে বিশেষজ্ঞ বলেন, বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি অন্য যেকোনো ঋতুর তুলনায় বেশি থাকে। এর কারণ বাতাসে আর্দ্রতা। এতে ব্যাকটেরিয়া ও ভাইরাস সহজেই তৈরি হয়।
গত বছরের তুলনায় এ বছর জুলাই মাসে বেশি বৃষ্টি হয়েছে। যে কারণে প্রতি বছর আগস্ট পর্যন্ত যে রোগী থাকতেন, এ বছর শুধু জুলাই মাসেই দেখা যাচ্ছে। এ বছর এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।
পরিচ্ছন্নতা বজায় রাখুন। বাইরে যাওয়ার সময় চশমা পরুন। আপনার তোয়ালে এবং জামাকাপড় কারো সাথে শেয়ার করবেন না। যারা সংক্রমিত তাদের স্কুল, কলেজ বা অফিস থেকে ছুটি নিতে বলুন।ইনফেকশন হলে দিনে দুইবার ঠাণ্ডা জল দিয়ে চোখ ধুতে হবে। চোখের ড্রপ ব্যবহার করুন। শুধুমাত্র একজন চক্ষু বিশেষজ্ঞের দেওয়া ওষুধই এই সময় ব্যবহার করুন।