দেশ

করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা নিম্নমুখী

করোনা সংক্রমণ রুখতে টিকাকরণই প্রধান হাতিয়ার। পুজোর মরশুম শেষে সংক্রমণের হার কিছুটা বাড়লেও গত দুদিনে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই নিম্নমুখী।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১২ হাজার ৪২৮। গত একদিনে করোনায় মৃতের সংখ্যা ৩৫৬। গত একদিনে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৫১জন। দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬। গত ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৬০ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৫৪৩ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ অক্টোবর পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৩১ হাজার ৮২৬ নমুনা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত আটমাসে দৈনিক করোনা সংক্রমণ সর্বনিম্ন। মঙ্গলবার দেশে সবচেয়ে কম হল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ২ হাজার ২০২। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৮৩ হাজার ৩১৮ জন।