Today, three doctors and two patients were infected with the Corona virus at Kolkata Medical college.Three doctors are admited in I.D.hospital.
দেশ ব্রেকিং নিউজ

করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল

সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৫০০জন! দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩০৮২। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন। তারই মধ্যে মিডিয়ার একাংশে উঠে এসেছে এক উদ্বেগের বিষয়। এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশ থেকে লকডাউন ওঠার কথা, আর আইসিএমআরের একটি সূত্র দাবি করেছে, এপ্রিলের শেষেই দেশে সংক্রমণের হার সবথেকে বেশি হতে পারে! সরকারি ভাবে কিছু জানানো হয়নি এখনও।
সংক্রমণের নিরিখে শনিবারও বাকিদের থেকে এগিয়ে রইল তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং দিল্লি। তামিলনাড়ুতে নতুন করে ১০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১১ পৌঁছেছে! মহারাষ্ট্রে আক্রান্ত ৪৯০! সে রাজ্যে ৬৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। দিল্লিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ জন! করোনা পজিটিভ মার্কিন দূতাবাসের এক আধিকারিকও।
তবে রাজস্থান, হরিয়ানা, কেরল, জম্মু–কাশ্মীর দেশের সব প্রান্ত থেকেই করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে। জম্মু–কাশ্মীরে আক্রান্তের সংখ্যা ৭৫ হয়ে যাওয়ার পর সেখানকার ৩৪টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ২৪টি এলাকা কাশ্মীর ডিভিশনে। আর ১০টি জম্মুতে।