স্বাস্থ্য

বিশ্বে ১৩ কোটি ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

বিশ্বজুড়ে প্রতিদিনই ভয়াবহভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বর্তমানে বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ১৩ কোটি ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৭০৪ জন। অন্যদিকে, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৩৫ হাজার ২৭১ জন।

করোনার আঘাতে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৯৬ হাজার ১১৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ লাখ ৬২ হাজার ৬৪ জন মানুষ।

গত জানুয়ারি মাস থেকেই দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল করোনার নতুন ঢেউ মোকাবিলা করছে। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৮০৩ জন রোগীর মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৩ হাজার ১৩৭ জনে। এছাড়াও দেশটিতে ২৪ ঘণ্টায় নতুনভাবে সংক্রমিত হয়েছে ৩৭ হাজার ১৭ জন এবং দেশটির মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ২৩ জন।

অপরদিকে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১ লাখ ৬৯ হাজার ২৭৫ জন।