করোনা সংক্রমনের রিপোর্ট দেশ ব্রেকিং নিউজ

কমছে অ্যাকটিভ কেস ও মৃত্যুর সংখ্যা

ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ । কমছে দৈনিক সংক্রমন। বেশ কয়েকদিন ধরে নিম্নমুখি দেশের কোভিড গ্রাফ। কমছে অ্যাকটিভ কেস ও কমছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত এক দিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। একটানা সাত দিনেরও বেশি সময় ধরে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে রয়েছে। বর্তমানে পজিটিভিটি রেট ১.২২ শতাংশ।

পাশাপাশি কমেছে দেশের মৃত্যুহার। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০২ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের কারণে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জন।

নিম্নমুখী অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৯। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৮৯৬ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৬ শতাংশ।

করোনা বিধিনিষেধ আরোপ করে এবং টিকাকরণকে হাতিয়ার করে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে মারণ ভাইরাস।করোনা প্রতিরোধে টিকাকরণের পাশাপাশি শুরু হয়েছে বুস্টার ডোজ। সুস্থ হচ্ছে পৃথিবী‌। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। মানুষ ফিরে যাচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রায়। দৈনিক আক্রান্তের সংখ্যা, অ্যাকটিভ কেস, পজিটিভিটি সবটাই বর্তমানে নিম্নমুখী। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যায় স্বস্তি।