বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে আজিমের বন্ধু তথা বাংলাদেশের ব্যরবসায়ী আখতারুজ্জামান শাহিনের নাম উঠে আসছে। জানা গিয়েছে, আনোয়ারুল আজিমকে খুনের জন্য বাংলাদেশের কুখ্যা্ত সুপারি কিলার আমানুল্লাহকে পাঁচ কোটি সুপারি দেয় শাহিন। সে টোপ হিসাবে ব্যমবহার করে নিজেরই সুন্দরী বান্ধবী শিলাস্তি রহমানকে। এরপর ঘটনার সঙ্গে জড়িত মূল চক্রীরাই আজিমকে নিউ টাউনের ফ্ল্যানটে নিয়ে আসে।
ইতিমধ্যেই জানা গিয়েছে, গত ১৩ মে বিকেল চারটে নাগাদ শ্বাসরোধ করে খুন করা হয় সাংসদ আজিমকে। এরপর শাহিনের নির্দেশেই সাংসদের দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়। খুনের পর দেহাংশের পচন ও দুর্গন্ধ ঠেকাতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। খুনের ঘটনায় ইতিমধ্যেই জিহাদ হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। এই জিহাদই সাংসদকে খুনের পর টুকরো টুকরো করেছিল। সূত্রের খবর, আখতারুজ্জামান দু’মাস আগেই জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিল। জিহাদ জেরায় স্বীকারও করেছে, সে ও আরও চারজন বাংলাদেশি নাগরিক মিলে সাংসদকে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করে।