RG Kar হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য সহ গোটা দেশ। বিচারের দাবিতে প্রায় প্রতিদিন রাজপথে নামছেন সাধারণ মানুষ। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে RG Kar মামলার শুনানি থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে যায়। আজ, সোমবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হয়।
শুনানিতে আগামী সোমবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর সিবিআইকে ফের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি বলেন, “এখনই কিছু মন্তব্য করতে চাই না। তদন্তে প্রভাব পড়তে পারে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট অসম্পূর্ণ। আগামী সোমবার তদন্তের আবার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।”
অন্যদিকে, এদিন সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফেও আলাদা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, মুখবন্ধ খামে শুধু কোর্টকেই দেওয়া হয়েছে রিপোর্ট। এদিন রাজ্যের স্ট্যাটাস রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর দাবি, যে রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছে রাজ্য, তা তাঁদের দেখানো হোক।
এরপর প্রধান বিচারপতির প্রশ্ন তোলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে কখন? উত্তরে কপিল সিব্বল জানান, দুপুর ১.৪৭-এ ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যুর (৮৬১/২০২৪) মামলা রুজু হয় ২.৫৫-এ। ওই সময়ে GD-ও হয়েছে। এদিন RG Kar -এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে RG Kar হাসপাতালের দূরত্ব কতটা, তা সেটাই জানতে চাইলেন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ‘১৫ থেকে ২০ মিনিটের মত।’