রাজ্য লিড নিউজ

করোনা নিয়েই নতুন বছর শুরু, একদিনে আক্রান্ত ৩ হাজার ৪৫১ জন

নতুন করে ফের উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের কোভিড  গ্রাফ। গত একদিনে অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কমল দৈনিক মৃতের সংখ্যা।

রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত একদিনে সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৪৯৬ এবং ১২৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে হাওড়াও। এখানে একদিনে আক্রান্ত ২৯৮ জন। ফলে গোটা রাজ্যজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ৭ জনের। এখনও পর্যন্ত মোট ১৯ হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। বাংলায় মোট করোনাজয়ী ১৬ লক্ষ ৮ হাজার ১১ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ। তথ্য অনুযায়ী, গত একদিনে মোট ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ১৩ লক্ষ ৯১ হাজার ৮৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

ভাইরাস মোকাবিলায় একমাত্র হাতিয়ার টিকাকরণ। চলতি বছরের শেষদিনে ৪ লক্ষ ৯৪ হাজার ২৯৮ জন টিকা নিয়েছেন। তার মধ্যে ২৯ হাজার ৫৮৬ জন পেয়েছেন প্রথম ডোজ এবং বাকি ৪ লক্ষ ৬৪ হাজার ৭১২ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।

করোনা ভাইরাস কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বারবার সে তার রূপ বদলে ফেলছে। করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটে ত্রস্ত গোটা দেশ। স্বাস্থ্যভবন সূত্রে খবর, বাংলায় নতুন কোনও ওমিক্রন আক্রান্তের খবর নেই। মোট আক্রান্ত এখনও ১৬। ভাইরাসের মোকাবিলায় কলকাতার ১৭টি পয়েন্টকে কনটেনমেন্ট করার ভাবনা কলকাতা পুরসভার।