লাইফস্টাইল

নখের নতুন ট্রেন্ড পলকা ডট

সেই প্রাচীনকাল থেকেই পোশাকের প্রিন্টে পলকা ডটের জনপ্রিয়তা। পোশাকের পাশাপাশি নখের সাজেও পলকা ডট কিন্তু বেশ জনপ্রিয় ট্রেন্ড। নখের সাজে চমক আনতে বিভিন্ন রঙের পলকা ডটে সাজিয়ে ফেলতে পারেন নখ। যাদের নখ ছোট তারাও নিশ্চিন্তে এই ট্রেন্ডকে আপন করে নিতে পারবেন। পলকা ডটে নখ সাজাতে চাইলে প্রথমে শুকনো নখে পছন্দের রঙের নেইল পলিশ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পছন্দ মতো রঙ ও আকৃতিতে পলকা ডট আঁকুন। সবশেষে ক্লিয়ার নেইল পলিশের একটি কোট দিয়ে রঙ সিল করে নিন। চাইলে এক নখে এক রঙা ও অন্য নখে পলকা ডট আঁকতে পারেন। আবার নখের এক পাশে পলকা ডট এঁকেও সাজে নতুনত্ব আনা যায়।