দেশ লিড নিউজ

নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ২৪ বছর পর কংগ্রেসের অ-গান্ধী সভাপতি

কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে। ৭ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হন তিনি। অন্যদিকে ১০৭২ ভোট পেয়ে পরাজিত শশী থারুর। ২৪ বছর পর একজন অ-গান্ধী সভাপতি পেল কংগ্রেস।

বুধবার সকাল ১০টা থেকেই শুরু হয়েছিল কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোট গণনা। বেলা ২টোর আগেই ফলাফল ঘোষণা করল কংগ্রেসের নির্বাচনী আধিকারিক। এই ফলাফল কার্যত প্রত্যাশিত ছিল বলেই মত রাজনৈতিক মহলের। এর আগে ২০১৭ সালে রাহুল গান্ধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

জানা গিয়েছে, সভাপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া গোপন ব্যালটে হয়। তবে এই প্রথমবার ভোটদাতাদের কিউআর কোড-সহ পরিচয় পত্র দেয় সিইএ। পরিচয় পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। এমনকী ভোট গ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসারও নিয়োগ করে কংগ্রেস।

বুধবার ভোট গণনা শুরু হওয়ার মধ্যেই কংগ্রেস সভাপতির পদপ্রার্থী শশী শিবির দাবি করেছিলেন, উত্তরপ্রদেশের নির্বাচনী প্রক্রিয়ায় বেশ কিছু ‘বিরক্তিকর তথ্য’ সামনে এসেছে। তাই সেখানকার ভোট বাতিল করার দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে এদিন টুইট করে শশী থারু বলেন, ‘জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে এটা একটা গুরু দায়িত্ব। এই দায়িত্ব প্রাপ্তির জন্য মল্লিকার্জুন খাড়গেজিকে অনেক শুভেচ্ছা।’