দেশ ব্রেকিং নিউজ

নতুন সংসদ ভবন ‘পার্লামেন্ট অফ ইন্ডিয়া’, পুরনো ভবনের নাম ‘সংবিধান সদন’

গণেশ চতুর্থীর দিন মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া” রাখার প্রস্তাব করেন । সমর্থন জানান সকলেই। অন্যদিকে পুরনো সংসদ ভবনের নামকরণ হয় “সংবিধান সদন”। ৭৫ বছর ধরে এই ভবনেই অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদী পুরনো সংসদ ভবনের “প্রতিটি ইট”-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, “আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে পুরনো সংসদ ভবন।” এর পরেই তিনি বলেন, সকলের অনুমতিতে পুরনো সংসদ ভবনের নাম হোক “সংবিধান সদন”, অন্যদিকে নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া”।

গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। ১৯ তারিখ ধুমধাম করে পুরনো সংসদ ভবন ছেড়ে সাংসদরা এলেন নতুন ভবনে। সেখানে সাংসদদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। জানা গেছে, নতুন সংসদ ভবনের কর্মচারীদের পোশাকও বদল করা হয়েছে। নতুন সংসদ ভবনে নতুন বেশে তাঁদের দেখা যাবে।