ব্রেকিং নিউজ রাজ্য

চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের মঞ্চের নতুন নাম

শিক্ষকের চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৬০০ দিনে পড়ল। আর এই টানা ৬০০ দিনের আন্দোলনে পর তারা তাঁদের মঞ্চের নতুন নাম দিলেন। আন্দোলনকারীদের দাবি, তাঁরা ন্যায্য অধিকারের দাবিতেই লড়াই করছে। রাস্তার ধারা টানা ৬০০ দিন বসে আছেন অধিকার প্রতিষ্ঠার দাবিতে।

তাঁদের অভিযোগ, সুষ্ঠ নিয়োগের দায়িত্ব সরকারের। তাই সরকার অবিলম্বে তাঁদের নিয়োগ দিক। একই সঙ্গে তাঁদের আন্দোলন মঞ্চের নতুন নাম দিয়েছেন তারা। ‘বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ’ হয়েছে চাকরিপ্রার্থী আন্দোলনকারী নতুন মঞ্চের নাম। আন্দোলনকারীদের দাবি, বিশেষ করে চাকরির নিয়োগপত্র সুনিশ্চিত না করা পর্যন্ত আগামী দিনে এই মঞ্চের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া যাবেন তারা। নিজেদের অধিকার বুঝে নিতে এগিয়ে যাবে বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ