ব্রেকিং নিউজ রাজ্য

শপথগ্রহণ করলেন বাংলার নতুন রাজ্যপাল 

বুধবার শপথগ্রহণ করলেন বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নিয়ম অনুযায়ী, বাংলার নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এদিন রাজভবনে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গান্ধীও। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম,অরূপ বিশ্বাস,সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্যরাও। অন্যদিকে এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুজাতিক মিষ্টান্ন ভান্ডার থেকে নীল হাঁড়িতে করে রাজভবনে ১০০ টি রসগোল্লা পাঠান বাংলার নতুন রাজ্যপালের জন্য।

বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরই অস্থায়ীভাবে বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হয় লা গণেশনকে। এরপরই পুরোপুরি ভাবে বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। মঙ্গলবার সকালেই কলকাতায় পৌঁছন বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী,শিল্পমন্ত্রী শশী পাঁজা ও বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা।