ব্রেকিং নিউজ রাজ্য

কলকাতা পুলিশের নতুন কমিশনার সিনিয়র আইপিএস মনোজ ভার্মা

প্রতিশ্রুতি অনুযায়ী বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে এবার সেই পদেই বসানো হল মনোজ ভার্মাকে। রাজ্য পুলিশের এডিজি পদে নিযুক্ত ছিলেন মনোজ।

এর আগে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও সামলেছেন তিনি। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে করার পর সেই পদে আনা হল আইপিএস অফিসার জাভেদ শামিমকে। জাভেদ একদা কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন।

অন্যদিকে, কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে বসানো হল এডিজি STF পদে।কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে অপসারণের দাবি করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাতেও রাজি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদ থেকে সরিয়ে পাঠানো হল সেকেন্ড বাটালিয়নে। তাঁকে কমান্ডান্ট করা হয়েছে।পরিবর্তে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে আনা হয়েছে, দীপক সরকারকে। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি-ইস্ট পদে ছিলেন।