পশ্চিমবঙ্গকে ৩৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। আগামী দু’মাসের মধ্যে ওই ক্ষতিপূরণের টাকা মেটাতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে। সেই কারণেই বাংলাকে দিতে হবে এই ক্ষতিপূরণ।
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ২০১৬ সালের বর্জ্য নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রণয়ন হচ্ছে কি না, তার উপর নজরদারি চালিয়েই বাংলায় লঙ্ঘন চোখে পড়েছে বলে রিপোর্ট জমা পড়ে। তারপরই এমন নির্দেশ দেন ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের।
২০২২-২৩ অর্থবর্ষে রাজ্য বাজেটে পুর ও নগরোন্নয়ন কাজে বরাদ্দ হয়েছে ১২,৮১৮ কোটি ৯৯ লক্ষ টাকা। ট্রাইবুনাল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বর্জ্য নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না রাজ্য সরকার।
গ্রিন ট্রাইবুনালের পক্ষ থেকে এই রায় দিয়েছেন বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বধীন বেঞ্চ। পরিবেশ দূষণ রুখতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের-এর ১৫ নম্বর ধারায় এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে এই পদক্ষেপ।
পরিবেশ আদালত জানিয়েছে, দূষণমুক্ত পরিবেশে বসবাসের সুযোগ করে দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব। জানানো হয়েছে, রাজ্যের শহরগুলিতে ২৭৫৮০ লক্ষ লিটার বর্জ্য তৈরি হয়। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষমতা ১৫,০৫৮.৫ লিটার। দৈনিক ব্যবস্থাপনা হয় মাত্র ১২৬৮ লক্ষ লিটার। কিন্তু লক্ষ লক্ষ লিটার বর্জ্য ব্যবস্থাপনা হয় না। তাই এই ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণ সময় মতো না দিলে পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে গ্রিন ট্রাইবুনালের বেঞ্চ।