গুজরাটের মোরবিতে সেতু দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৭৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এসডিআরএফ, এনডিআরএফ, সামরিক বাহিনী, নৌসেনা, বায়ুসেনা জারি রেখেছে তল্লাশি অভিযান এবং উদ্ধার অভিযান। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। সব মিলিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, ২ নভেম্বর রাজ্যব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার। রাজ্যের সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। হবে না কোনও সরকারি অনুষ্ঠান, সংবর্ধনা বা বিনোদনমূলক অনুষ্ঠান। ইতিমধ্যেই, সেতু বিপর্যয়ের পরিস্থিতি পর্যালোচনা করতে গান্ধীনগরে রাজভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি, গুজরাটের মুখ্য সচিব এবং ডিজিপি। দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সোমবার কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে উপলক্ষে বক্তব্য রাখার শুরুতেই মোরবি দুর্ঘটনায় শোক প্রকাশ করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি জানান, “আমি অবশ্যই এখানে উপস্থিত আছি, তবে আমার মন রয়েছে মোরবিতে, আমার সহমর্মিতা রয়েছে সেই লোকদের সঙ্গে।”
নিহতের পরিবারের প্রতি সমবেদনার কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তিনি খুব কম এমন হয়েছে যেখানে এরকম ব্যথা অনুভব করেছেন। এই দুর্ঘটনা নিয়ে একদিকে তার মনে দুঃখ, অন্যদিকে কর্তব্যও রয়েছে। মোরবি দুর্ঘটনার পর থেকে গুজরাত সরকার লাগাতার উদ্ধার অভিযান চালাচ্ছে। কেন্দ্র থেকেও সবরকম সাহায্য করা হচ্ছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শোকপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।