রাজ্য লিড নিউজ

ভূপতিনগরের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের

মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফেরণকাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএ-র আধিকারিকদের৷ ভাঙচুর চালানো হয় তাঁদের গাড়িতেও৷ যা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্যে ফের শোরগোল শুরু হয়ে গিয়েছে ৷

এবার এই ঘটনায় এবার রিপোর্ট চেয়ে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে৷ পাশাপাশি জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করেছে কমিশন।

বিস্ফোরণের ঘটনায় ১৪ জন তৃণমূল নেতার নাম জড়িয়েছিল। তাঁদের দফায় দফায় নোটিস দেওয়া হয়। তৃণমূলের দাবি, ভোটের আগে এগুলো ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।