দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা ডেল্টার থেকে ৩ গুণ বেশি। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে কড়া বিধিনিষেধ জারির ইঙ্গিতও দিয়েছেন তিনি।
ইতিমধ্যেই শহরে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পাঁচ। বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নয় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। বেলেঘাটা আইডি ছাড়াও আরও ন’টি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে পারবেন ওমিক্রন সন্দেহভাজনরা। এই ন’টি হাসপাতাল হল, আমরি ঢাকুরিয়া, মুকুন্দপুর ও সল্টলেক শাখা, অ্যাপোলো, বেলভিউ, উডল্যান্ডস, সিএমআরআই, চার্নক ও ফর্টিস।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০৯টি দেশে ছডিয়েছে এই স্ট্রেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। ফলে রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, “ডেল্টার চেয়ে বেশি সংক্রমক ওমিক্রন।” অতএব, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নির্দেশিকায় সমস্ত রাজ্যের জেলাশাসকদের পরিস্থিতি বুঝে কড়া সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
এমনকি, কোন এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়লে কনটেনমেন্ট জোন ঘোষণা করতে বলা হয়েছে সমস্ত রাজ্যের জেলা শাসকদের। টিকাকরণের উপর বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। করোনার টিকার দুটি ডোজ যাতে প্রত্যেকে পায় তা দেখতে হবে। পাশাপাশি পর্যাপ্ত করোনা পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, সোমবার দুপুরে নবান্নে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওমিক্রন নিয়ে আলোচনায় তিনি বলেন, অনেকই বাইরে থেকে ওমিক্রন নিয়ে রাজ্যে আসছে। তাই প্রত্যেককে সতর্ক থাকতে হবে। নবান্নের তরফে রাজ্যের ওমিক্রন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।