জেলা ব্রেকিং নিউজ

নিকাশি নালার উপর অবৈধ নির্মাণ ভাঙল পৌরসভা

নিকাশি নালার উপর গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙল হাবরা পৌরসভা। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড যশোর রোড সংলগ্ন এলাকায় একটি কালভার্টের পাশে নিকাশি নালার ওপর অবৈধ নির্মাণ গড়ে ওঠে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পৌরসভাকে বিষয়টিতে নজর দিতে বলেন।

বুধবার সকালে পৌরসভার পক্ষ থেকে এই অবৈধভাবে গড়ে ওঠা নির্মাণটি ভেঙে দিল হাবড়া পৌরসভা। স্থানীয় ব্যবসায়ী রাজীব সাহা ড্রেনের উপর অবৈধ নির্মাণ শুরু করে। হাবরা পৌরসভার কোন অনুমতি ছাড়াই ড্রেনের উপর পিলার তুলে দোকান তৈরি শুরু করেন তিনি। তারপর হাবরা থানার পুলিশ ও হাবরা পৌরসভার আধিকারিকরা এদিন সকালে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করে।

অভিযুক্ত রাজীব সাহা যদিও অবৈধ নির্মাণ প্রসঙ্গে কিছুই বলতে নারাজ। এ প্রসঙ্গে পৌর প্রধান নারায়ন চন্দ্র সাহা জানান, ‘এই এলাকায় যেখানে অবৈধ নির্মাণ গড়ে উঠবে, অতি দ্রুততার সঙ্গে পৌরসভা সেগুলিকে ভেঙে দেবে। হাবরায় জল নিকাশি ব্যবস্থার একমাত্র ড্রেনের উপর অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল সেটি পৌরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে।’ এছাড়াও যত অবৈধ নির্মাণ রয়েছে আগামী দিনে সেগুলি ভেঙে দেওয়া হবে বলে জানান তিনি।