জেলা লিড নিউজ

Rotten Body: ছেলের পচা-গলা মৃতদেহ আগলে বসে মা

ছেলের মৃতদেহ বসে রইলেন মা। পচা-গলা দেহ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু হলে স্থানীয় বাসিন্দারা হাবড়া থানায় খবর দেওয়ায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার জয়গাছি বেলতলা এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের কথায়, বছর ৬৫ সুনীল দত্ত ও তার মা কমলা দত্ত একই বাড়ীতে দীর্ঘদিন বসবাস করছিলেন। গত দু’দিন ধরে ওই বাড়ি থেকে হঠাৎ দুর্গন্ধ বেরোতে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় জানলার কাছে গেলে আরো বেশি দুর্গন্ধ বের হতে থাকে। জানালা দিয়ে দেখা যায়, সুনীলের মৃতদেহ আগলে বসে রয়েছেন মা কমলা দত্ত। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারাই হাবড়া থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাবরা হাসপাতালে পাঠায়।

কিন্তু  মৃতদেহ এভাবে আগলে কেন বসে ছিলেন মৃতের মা? স্থানীয়রা বলছেন, বয়স জনিত কারণে সেভাবে তাল মেলাতে পারেন না কমলা দত্ত। তাই ছেলের মৃত্যু হয়েছে তা বুঝতেই পারছিলেন না মৃতের মা। সেই কারণেই তিনি মৃতদেহ আগলে বসে ছিলেন। তবে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।