ব্রেকিং নিউজ রাজ্য

বিদায়বেলায় ফিরল শীতের আমেজ

রাজ্য জুড়ে বাড়তে শুরু করেছিল দিন ও রাতের তাপমাত্রার পারদ। তবে শুক্রবার ফের নিম্নমুখী পারদ। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। তবে রাতের দিকে হালকা শীতের আমেজ থাকছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার তিলোত্তমার আকাশ থাকবে পরিষ্কার। হালকা শীতের আমেজ থাকবে শহরে। শুক্রবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৯ থেকে ৯০ শতাংশ। শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও দুদিন কুয়াশার প্রভাব থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। তবে,দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা নেই। শনিবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের।

এদিকে, নতুন করে উত্তর পশ্চিম ভারতে ঝঞ্ঝা ঢুকেছে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশে। একইসঙ্গে কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায়।