অবশেষে বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা। রাজ্যের একাধিক জেলায় হালকা শীতের আমেজ।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন সকালে বিক্ষিপ্তভাবে সামান্য কুয়াশাও পড়তে দেখা যায়। রাতের দিকে তাপমাত্রা কমতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
এদিন কলকাতার আকাশ ছিল পরিষ্কার। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।
তবে হাওয়া অফিস মনে করছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টি হবে তামিলনাড়ু, পুডুচেরি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল ও করাইকালে।
বাংলা থেকে খুব শীঘ্রই বিদায় নেবে বর্ষা। বর্ষা বিদায় নেবে উত্তর বঙ্গোপসাগর উত্তর-পূর্ব ভারত এবং ওড়িশা থেকেও।