হাসপাতালে ভরতি হলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। চিকিৎসকরা মনে করছেন, সম্ভবত নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। আপাতত ৪৮ ঘন্টা না গেলে এখনই কিছু বলতে পারছেন না চিকিৎসকরা।
জানা গিয়েছে, দোল উৎসবে শান্তিনিকেতন গিয়েছিলেন দেবাশিস কুমার। সেদিনই সর্দি-কাশি ও জ্বর হয় তাঁর। জ্বর আরও বাড়লে করোনা পরীক্ষা করান তিনি। যদিও গতকাল সেই রিপোর্ট নেগেটিভ আসে।রির্পোট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে পরিবার পরিজনেরা। কিন্তু আজ ফের জ্বর বাড়ে তাঁর। সঙ্গে মৃদু শ্বাসকষ্টও অনুভূত হয়। তাই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভরতির পরামর্শ দেন। কোনও ঝুঁকি না নিয়ে এদিন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি হন দেবাশিস কুমার।