ব্রেকিং নিউজ রাজ্য

কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে রোজ রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে

কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে প্রতিদিন রিপোর্ট পাঠাবে সিআরপিএফ। আগামী শুক্রবার থেকে রোজ সকালে রিপোর্ট দেবেন আইজি সিআরপিএফ পশ্চিমবঙ্গ সেক্টর। এবার এমনটাই নির্দেশ সিআরপিএফের।

জানা গিয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায়, কার্যত সে কারণেই এমন সিদ্ধান্ত। ইতিমধ্যেই সব জায়গায় দ্রুত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিআরপিএফ জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর অবস্থান ও গতিবিধি নিয়ে ই-মেল ও হার্ডকপি মারফত স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে হবে।

সূত্রের খবর, ২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টার মধ্যে ইমেল মারফত সেই রিপোর্ট পাঠাতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “রাজ্যগুলিতে যে পরিমাণ বাহিনী যাচ্ছে, তা যথাযথভাবে মোতায়েন করা উচিত। কোথাও ফোর্স রাখা এবং কাজ না পাওয়ার কোনো ঘটনা যেন না ঘটে। ফোর্স অন্য জায়গায় পাঠানো হয়েছে এমন অভিযোগ থাকা উচিত নয়। এখন সেই বাহিনী নিয়ে একধাপ এগিয়েছে সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে বাহিনী যেখানে কাজ করছে, সেখানে কড়া নজরদারি করা হচ্ছে।”