ব্রেকিং নিউজ রাজ্য

চলতি মাসেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো, সফর করতে পারবেন সাধারণ যাত্রীরা, কবে থেকে শুরু? জেনে নিন

প্রতীক্ষার অবসান। ভারতের প্রথম নদীর তলা দিয়ে রেল করিডর; যে লাইনে প্রথমবার গঙ্গার নীচ দিয়ে মেট্রো ছুটবে। ফের একবার ইতিহাসের সঙ্গে হাত মেলাতে চলেছে তিলোত্তমা। আগামী ১৫ মার্চ থেকে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। ওইদিন থেকেই মেট্রো সফর করতে পারবেন সাধারণ যাত্রীরা।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ থেকে তিন রুটেই ছুটবে মেট্রো। হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। আর শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। ব্যস্ত সময়ে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর। অন্য সময় চলবে ১৫ মিনিট অন্তর।

আগামী শুক্রবার থেকেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচল শুরু হবে। রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত লাইনে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। রবিবার মিলবে না মেট্রো পরিষেবা।