মঙ্গলবার থেকে ঠাকুরনগরে শুরু হল মতুয়া মহামেলা। করোনার কারণে গত দু’বছর সেইভাবে মেলা না হলেও এই বছর প্রচুর ভক্ত সমাগম হয়েছে মেলায়। মতুয়া মেলার দ্বিতীয় দিনে প্রায় ২৫ লক্ষ ভক্ত সমাগম হয়েছে বলে জানা গিয়েছে। সৌজন্যের ছবি ধরা পড়ছে মতুয়া মেলাকে ঘিরে। একটি জাহাজে করে মতুয়া ভক্তদের মেলায় নিয়ে আসার ব্যবস্থা করেছেন দেশের জাহাজ প্রতিমন্ত্রী হওয়ার সুবাদে শান্তনু ঠাকুর।
আলাদা করে ঠাকুরনগর রেল স্টেশন পর্যন্ত বাড়তি রেলসহ তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন তিনি। ঠাকুরনগর পর্যন্ত বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন দফতর। যার পেছনে অবদান রয়েছে মমতা বালা ঠাকুরের।
উল্লেখ্য আজ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার পাশাপাশি তাদেরকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর এই প্রসঙ্গে তাকে কুর্নিশ জানালেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী বনগাঁর বিজেপি সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর।
অন্যদিকে প্রাক্তন তৃণমূল সাংসদ মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা বালা ঠাকুর জানান,’ মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তিনি আজকের দিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন যা মতুয়াদের কাছে বিরাট বড় পাওনা।’
এদিন, ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মুখ্যমন্ত্রী টুইট করায় একজন মতুয়া হিসাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অশোক কীর্তনীয়া।