বিনোদন ব্রেকিং নিউজ

বলিপাড়ায় বিচ্ছেদের সুর

সদ্য বিবাহ সম্পন্ন করেছে বলিউডের হিট জুটি রণবীর-আলিয়া। সেই আলিয়া ভাটের প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ এবং কিয়ারার সম্পর্কে নাকি ছেদ ধরেছে।এই খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে সিদ্ধার্থ-কিয়ারার অগণিত ভক্তের।

শেরশাহ ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ-কিয়ারা। এই ছবির শুটিংয়ের সময় থেকেই নাকি দুজনের প্রেম শুরু হয় । তারপর থেকেই সবসময় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এতদিন সিদ্ধার্থ-কিয়ারার প্রেম নিয়ে বেশ গুঞ্জন ছিল। তারকা জুটির তরফে প্রেমে শিলমোহর পড়তে না পড়তেই, তাঁদের সম্পর্কে ভাঙন নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

এই জুটি নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে শিলমোহর না দিলেও তাঁদের বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। কখনও লাঞ্চে ডেটে যাওয়া, কখনও আবার মালদ্বীপে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে দুজনকে। সম্প্রতি, মালদ্বীপের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কিয়ারা। কিন্তু, তার মধ্যে দুজনের বিচ্ছেদের খবর নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

এই জুটিকে এখন আর একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে না বলেই জানা গিয়েছে। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ সিদ্ধার্থ ও কিয়ারা। এ বিষয়ে জানতে চাইলে, ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গেছেন দুজনই। সিদ্ধার্থের সঙ্গে নতুন করে কৃতী স্যাননের নাম জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে আলিয়া ভাটের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের সম্পর্ক ছিল।