রাজ্য লিড নিউজ

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাটবে জট? কালীঘাটে জুনিয়র ডাক্তাররা

এই মুহূর্তে ডাক্তারদের আন্দোলনের দিকে চোখ গোটা রাজ্যের। দু’জন স্টেনোগ্রাফার সঙ্গে নিয়ে কালীঘাটে পৌঁছেছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর বাড়িতে এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় এখন সেদিকেই নজর গোটা রাজ্যের।

বৈঠকে প্রথমে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানানো হলেও তা মানা হয়নি। সেখান থেকে সরে গিয়ে ভিডিও করতে চাওয়া হয়, সরকার তাও না মানলে নিজেদের তরফে স্টেনোগ্রাফার নিয়ে শেষমেশ হাজির হয়েছেন ডাক্তাররা। এদিন মুখ্যসচিবের তরফে জুনিয়র ডাক্তারদের মেল করে পঞ্চম তথা শেষবারের জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দিতে বলা হয় বেলা ৪টে নাগাদ। মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা।

ওই মেলে তাঁরা স্পষ্ট জানান, তাঁদের তরফ থেকে মিটিংয়ের ভিডিও করতে চান তাঁরা। তা না হলে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ভিডিও করা হবে তা আনএডিটেড অবস্থায় সঙ্গে সঙ্গে ডাক্তারদের হাতে তুলে দিতে হবে। তাও সম্ভব না হলে তাঁদের তরফে লিখতে দিতে হবে মিটিংয়ের মিনিটস এবং রেকর্ড করতে দিতে হবে মিনিটসে দু’পক্ষের সই। বৈঠকে যোগদানকারী প্রত্যেকের হাতে এই মিনিটসের কপি তুলে দিতে হবে। জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি – মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডাক্তাররা কী বলবেন আর কী বলবেন না, তিনি কী কী মানবেন আর কতটা মানবেন না, এখন তার দিকেই নজর রাজ্যের।