আজ বড়দিন। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে মহানগরী কলকাতা। শহর থেকে গ্রাম রাস্তায় আলো ঝলমল করছে। আলোর রোশনাইয়ে মায়াবী রূপ নিয়েছে তিলোত্তমা। ২৪ ডিসেম্বর থেকেই রাজ পথ পুলিশের দখলে। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামলে, কয়েক ঘণ্টার জন্য ওই রাস্তাটি ‘ওয়াকিং স্ট্রিট’ করে দেওয়া হতে পারে। বিভিন্ন আঙ্গিকে আবার বড়দিন হয়ে উঠেছে অসামান্য।
বড়দিন মানে যেমন আলোর রোশনাই, যেমন আলো ঝলমল পার্ক স্ট্রিট, যেমন চার্চ থেকে ভেসে আসা প্রার্থনা সংগীত, ঠিক সেভাবেই বাঙালির বড়দিনের সংজ্ঞা অনেক ক্ষেত্রেই অভিন্ন। কেক, মোমবাতি, লাল শোয়েটার, মাথায় সান্তা টুপি, ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে বন্ধু ও পরিবারের সঙ্গে সেলফি তোলা থেকে শুরু করে রাতে সান্তাক্লজের উপহার পাওয়ার প্রতীক্ষায় মশগুল থাকে বাঙালিও।
ক্রিসমাস এলেই নতুন সাজে সেজে ওঠে পার্কস্ট্রিট। যার বর্তমান নাম মাদার টেরেজা সরণী। নাম পাল্টে মাদার টেরেজা সরণী হলেও বড়দিনের সুবাস থেকেই গিয়েছে পার্ক স্ট্রিট নামের মধ্যে । সকলের মনে খুশির ছোঁয়া। মাদার টেরেজা সরণী সহ তিলোত্তমা ভেসে চলেছে আলোর ফোয়ারায়।