ব্রেকিং নিউজ রাজ্য

জেলার দুই প্রান্তে চরম কাণ্ড ঘটাল প্রেমিকদ্বয়, প্রেমে প্রত্যাখাত হয়ে আত্মহত্যা

প্রেমে প্রত্যাখাত হয়ে জেলার দুই প্রান্তে আত্মহত্যা করল দুই জন। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার ফাঁকা বাড়িতে আত্মঘাতী হয় এক স্কুল পড়ুয়া। চারদিন পর বাড়ি ফিরে ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। মালদহের মোথাবাড়ি থানার রাজনগর মডেলপাড়ার ঘটনা।

অপর দিকে পুরাতন মালদহের বাচামারি এলাকায় প্রেমিকার বিয়ে হওয়ায় শোয়ার ঘরে আত্মহত্যা করল এক আলমারি মিস্ত্রী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ি থানা এলাকায় মৃত স্কুল পড়ুয়ার নাম শুভজিৎ মল্লিক। স্থানীয় রাজনগর হাইস্কুলের দশম শ্রেণীর পড়ুয়া। পরিবার জানা গিয়েছে, বাড়ির পাশে এক যুবতী সাথে প্রেম ছিল শুভজিতের। গত বৃহস্পতিবার তার প্রেমিকের বিয়ে হয়ে যায়। ঐদিন শুভজিতের পরিবারের সকলে এক আত্মীয়ের বিয়ে বাড়ি গিয়েছিল। বাড়িতে একাই ছিল শুভজিৎ। পরিবারের অবর্তমানে সে ঘরের মধ্যে আত্মহত্যা করেছে। চার দিন ধরে পরিবারের লোকেরা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে কোন যোগাযোগ হয়নি। রবিবার সকালে বাড়ি ফিরে ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহে উদ্ধার করে পরিবারের লোকজন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

অপরদিকে, পুরাতন মালদহের বাচামারী এলাকায় প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করল এক আলমারি মিস্ত্রি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রয়োজন পাল। তিনি পেশায় আলমারি মিস্ত্রি। বৃহস্পতিবার তার প্রেমিকের বিয়ে হয়ে যায়। এরপর থেকে সে মানসিক অবসাদে ভুগছিল বেশ কয়েকদিন ধরে। রবিবার সকাল বেলা শোয়ার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া দুই পরিবার সহ গতা এলাকায়।