দেশ

গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের উপর দীর্ঘতম রোপওয়ে

একে এককথায় নির্মাণ বিস্ময় বলা যায়। শক্তিশালী ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে তৈরি হয়েছে ভারতের দীর্ঘতম রোপওয়ে। যা উত্তর ও দক্ষিণ গুয়াহাটি শহরকে জুড়েছে কয়েক মিনিটে। ১,৮০০ মিটারের এই রোপওয়েতে চড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করছেন ব্রহ্মপুত্র। এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদের উপর তৈরি এই নতুন রোপওয়ে এখন সবচেয়ে জনপ্রিয়তম মাধ্যম হয়ে উঠেছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

করোনা মহামারীর মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এবং মাত্র এক বছরের মধ্যেই সম্প্রতি এই রোপওয়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে। ৫০ টনের কাছাকাছি ওজনের একটি বড় টাওয়ার বিখ্যাত পর্যটন সাইট উমানন্দ দ্বীপে মাথা তুলে দাঁড়িয়েছে। এটি অসমের সবচেয়ে ছোট অথচ জনবহুল নদী দ্বীপ। এই টাওয়ারের সাহায্যেই চলাচল করছে রোপওয়ে। নির্মানকারী সংস্থার তরফে জানানো হয়েছে, বিশাল ব্রহ্মপুত্র নদের উপর কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে উত্তাল নদীতে ২৫ থেকে ৪০ টনের ভারী ভারী উপকরণ পরিবহন করা যথেষ্ট কঠিন ছিল। তবুও এক বছরে শেষ করা গিয়েছে কাজ। অগষ্ট মাসের শেষদিকে এই রোপওয়ে জনসাধারণের খুলে দেওয়া হয়েছে। ১.৮ কিমি দীর্ঘ এই রোপওয়ে গুয়াহাটির কাছারি ঘাট থেকে নদীর উত্তরে উমানন্দ দ্বীপের দোল গোবিন্দ মন্দিরের সঙ্গে যুক্ত করেছে। তবে রোপওয়েটি দোল গোবিন্দ মন্দির থেকে আরও কিছুটা এগিয়ে ওই দ্বীপের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, পুরো পথ পেরোতে সময় লাগছে মাত্র ১০ মিনিট। যেখানে ওই দ্বীপে যাওয়ার জন্য ফেরিতে উঠলে সময় লাগে আধঘণ্টা এবং ব্রিজে এই পথ পার করতে সময় লাগে এক ঘণ্টার বেশি। ফলে অল্প কয়েকদিনের মধ্যেই এই রোপওয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে।