প্রয়াত কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শেন ওয়ার্ন।মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। শুক্রবার তাইল্যান্ডে নিজের বিলাসবহুল বাংলোয় আচমকা হৃদরোগে আক্রান্ত হন শেন ওয়ার্ন।মেডিকেল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাঁকে আর ফেরাতে পারেনি।
অস্ট্রেলিয়া তথা বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একেবারে সর্বোচ্চ সারিতে শেন ওয়ার্নের নাম থাকবেই। ১৪৫ টি টেস্ট ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন, লাল বলের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১৯৪টি ওয়ানে ডেতে ২৯৩ টি উইকেটও রয়েছে তাঁর দখলে। সম্প্রতি অ্যাসেজেও তাঁকে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে। ওয়ার্নের আকস্মিক এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। ওয়ার্নের পুরো জীবনটাই হল বিতর্কিত।
জানা যায়, তিনি নারীসক্ত ছিলেন, তিনি নিয়মিত নেশা করতেন, তাঁর শৃঙ্খলাহীন জীবন নিয়ে নানা ঘটনা রয়েছে। সেই কিংবদন্তি স্পিনারের মৃত্যুতে বহু প্রশ্ন সামনে চলে এল। বিনা মেঘে বজ্রপাতের মতো তিনি চলে গেলেন, বিলীন হয়ে গেলেন চিরতরে।
ওয়ার্ন মানেই ম্যাজিক বল, তিনি মাইক গ্যাটিংকে আউট করেছিলেন সেঞ্চুরি অব দ্য বোলিং করে, সেটাই ইতিহাস হয়ে রয়েছে। এই ঘটনায় সারা ক্রিকেটমহল স্তম্ভিত । অস্ট্রেলিয়া মিডিয়া ফক্স স্পোর্টস প্রথম এই খবরটি জানায়, ওই খবরকে ট্যাগ করে সব কিংবদন্তিরা একে একে শ্রদ্ধা জানাতে থাকেন অস্ট্রেলীয় প্রাক্তন স্পিনারকে।
সর্বকালের সেরা উইকেটকিপার রডনি মার্শ প্রয়াত, শোকের ছায়া ক্রিকেট মহলে ওয়ার্নের এজেন্সির তরফে এই বিষয়ে বিবৃতিতে জানানো হয়, ‘শেন ওয়ার্নকে ওঁর বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়।”