বিনোদন লিড নিউজ

প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী

প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

জানা গিয়েছে, আজ ফের শারীরিক অবস্থার অবনতি হয় গীতশ্রীর। রক্তচাপ নেমে গিয়েছে । কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে খুব দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালের আইসিইউ বিভাগে।

গীতশ্রীর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক। এদিন সকালে তাঁর রক্তচাপ কমে যায়। যে কারণে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পীকে। পাশাপাশি তার পেটে ব্যথার সমস্যাও রয়েছে। এরপরই চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জিবনের লড়াই শেষ হল  গীতশ্রীর।

বয়সজনিত নানান অসুখে ভুগছিলেন প্রবীণ সংগীতশিল্পী। অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে যান তিনি। এর পরই ফিমার বোন ভেঙে গিয়েছিল তাঁর।  উল্লেখ্য,  গত ২৭ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে উডবার্ণ ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে।  এরপরই তাঁকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। সম্প্রতি কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করেন কিংবদন্তী গায়িকা। জাতীয় পুরস্কার পেয়েছেন ‘জয় জয়ন্তী’, ‘নিশিপদ্ম’ সিনেমায় গান গেয়ে। পেয়েছেন বঙ্গ বিভূষণ সম্মান। ১৯৬৬ সালে কবি ও গীতিকার শ্যামল গুপ্তকে বিয়ে করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীর গাওয়া বহু গানের কথাই শ্যামল গুপ্তর লেখা। শিল্পীর প্রয়াণে শোকাহত অনুরাগীরা। শোক প্রকাশ করেছেন বিনোদন ও সংস্কৃতি জগতের বিশিষ্টরা।