বিনোদন

প্রয়াত হলেন অভিনেতা শন কোনারি

বিখ্যাত হলিউড অভিনেতা শন কোনারি প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৯০। পর্দার বন্ড ছবির ইতিহাসে প্রথম জেমস বন্ড তিনিই ছিলেন। নিজের কেরিয়ারে অন্যান্য বহু চরিত্রে অভিনয় করলেও গত কয়েক দশক ধরে এবং আগামী বন্ড প্রেমিক প্রজন্মের কাছে তিনি ‘জেমস বন্ড’ হিসেবেই স্মরণীয় থাকবেন। ১৯৬২ থেকে ১৯৮৩ পর্যন্ত বন্ড ছবিতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘দ্য আনটাচেবলস্’ ছবিতে নজরকাড়া অভিনয়ের জন্য তিনি অস্কারও‌ জিতেছিলেন। ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’,’ ড্রাগনহার্ট’, ‘মার্ডার ওন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’, ‘দ্য ম্যান হু উড বি দ্য কিং’ ,’দ্য নেম অফ দ্য রোজ’ ইত্যাদি সুপার হিট হলিউডের ছবিতে তাঁর অভিনয় দর্শক ও ছবি সমালোচকদের নজর কেড়েছিল।