ব্রেকিং নিউজ রাজ্য

প্রয়াত পিয়ারলেস কোম্পানির কর্ণধার, বেলুড় মঠে শেষ শ্রদ্ধা

পিয়ারলেস কোম্পানির কর্ণধার এস কে রায়ের সঙ্গে বেলুড় মঠের দীর্ঘদিনের সম্পর্ক। সোমবার এই শিল্পপতির মৃত্যুর খবরে রাজ্যের শিল্প মহলে নেমে আসে শোকের ছায়া। জানা গিয়েছে, দীর্ঘ চার মাস ধরে তার মধুমেহ রোগের সঙ্গে ডায়ালিসিস চলছিল। শিল্পপতির অন্তিম ইচ্ছা অনুযায়ী বেলুড়মঠে নিয়ে আসা হয় তার মরদেহ। বেলুড়মঠে তাঁর শবদেহে মাল্যদান করে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। মঠ কর্তৃপক্ষের তরফ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত শিল্পপতিকে।

শিল্পপতির ছেলে জানান, ‘বাবার নামেই বেলুড় মঠে অঙ্কলোজি বিষয়ে একটি পরিকল্পনা বাস্তবায়িত করার কাজ চলছে। এখন এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ বেলুড় মঠের প্রধান মহারাজ স্বামী সুবীরানন্দ মহারাজ জানান, ‘দীর্ঘদিন ধরে বেলুড় মঠের সাথে যুক্ত ছিলেন তিনি। রাজ্যে যে কয়েকজন প্রসিদ্ধ উদ্যোগপতি ছিলেন তিনি তার মধ্যে অন্যতম। তার মৃত্যুতে রাজ্যের শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলেই দাবি করেন তিনি।’

উল্লেখ্য বিগত চার মাস ধরেই তিনি চিকিৎসকদের অধীনে চিকিৎসারত ছিলেন। আজ সকালে তার মৃত্যুর খবর প্রকাশ পেতেই রাজ্যের বিভিন্ন মহল থেকেই তার আত্মার শান্তি কামনার বার্তা আসে। পাশাপাশি শিল্পপতির পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বার্তা দেওয়া হয় রাজ্যের বিভিন্ন মহল থেকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।