রাজ্য লিড নিউজ

ফের আন্দোলনের পথে কুর্মীরা

ফের কুড়মি আন্দোলনের জেরে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবার। বুধবার, ২০ সেপ্টেম্বর বেশ কয়েক দফা রাজনৈতিক দাবিতে নতুন করে আন্দোলন শুরু করার ডাক দিয়েছেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা। আন্দোলনের দিনক্ষণ ঘোষণা করার পরেই বাংলা, ঝাড়খণ্ড ও ওডিশা প্রশাসনের কাছে চিঠি দিয়ে আগেভাগেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আবেদন করেছে দক্ষিণ-পূর্ব রেল।

দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে, ২০২২-এর ২২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর এমন আন্দোলন চলেছিল। তার জেরে সাড়ে তিনশোর কাছাকাছি ট্রেন বাতিল করতে হয়। এরপর এ বছর ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ফের আন্দোলনে নেমে ট্রেন অবরোধ করেন কুড়মিরা। ফলে ৪০০-র কাছাকাছি ট্রেন বাতিল হয়।

অধিকারের দাবিতে কুড়মি সমাজের আন্দোলনের জেরে ভোগান্তিতে নিত্যযাত্রীদের। এই আন্দোলনের জেরে একাধিক রেল বাতিলের ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। আগামী ২০ সেপ্টেম্বর অবধি বাতিল থাকবে একাধিক ট্রেন , বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। মঙ্গলবার বাতিল রয়েছে ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস, এবং গোড্ডা–টাটানগর এক্সপ্রেস। এছাড়াও আরও ৭টি ট্রেন বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলি দেখে নিন,

সেকেন্দ্রাবাদ-দ্বারভাঙা এক্সপ্রেস
কাটিহার-টাটানগর এক্সপ্রেস
লোকমান্য তিলক টার্মিনাল-কামাখ্যা এক্সপ্রেস
কামাখ্যা-রাঁচি এক্সপ্রেসগোরক্ষপুর-হাতিয়া মৌর্য এক্সপ্রেস
রাজেন্দ্রনগর টার্মিনাল-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস
রাক্সৌল-সেকেন্দ্রাবাদ স্পেশাল।

তফশিলি উপজাতি মর্যাদার দাবিতে এর আগেও আন্দোলনে নেমে রেল অবরোধের ডাক দেয় কুর্মি সম্প্রদায়। তবে কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই দিকে লক্ষ্য রেখে প্রশাসনের দিকে তাকিয়ে আছেন রেলযাত্রীরাও।