ব্রেকিং নিউজ রাজ্য

মানিকের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতির

নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মানিক ভট্টাচার্য। গত ২৫ জানুয়ারি মানিক ভট্টাচার্যকে ৫ লাখ টাকা জরিমানা করে হাইকোর্ট। সেই জরিমানা না দেওয়ার কারণে এবার মানিকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য ইতিমধ্যেই ইডিকে নির্দেশ দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এদিকে,বুধবার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্রকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। এদিন তাঁদের জামিনের আর্জিও জানান আইনজীবী। শেষ পর্যন্ত বিচারক মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলের জামিনের আর্জি খারিজ করে দেন। ফলে আদালতেই গ্রেফতার করা হয় তাঁদের। সূত্রের খবর,আগামী ৬ মার্চ পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শৌভিক ভট্টাচার্যকে পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে। অন্যদিকে,আলিপুর মহিলা সংশোধানাগারে পাঠানো হয়েছে শতরূপা ভট্টাচার্যকে।

প্রসঙ্গত,২০১২ সাল থেকে ২০বার বিদেশ সফরে গিয়েছে মানিক ভট্টাচার্যের পরিবার। বিদেশ সফরের তালিকায় ফ্রান্স, নাইজেরিয়া, মালদ্বীপ, ব্রিটেন, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো একাধিক দেশ রয়েছে। প্রতিটি সফরে খরচ হয়েছে কমপক্ষে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। নিয়োগ দুর্নীতির টাকাতেই কি বিদেশ সফর? সেসব কিছুই তদন্ত করে দেখছে ইডি-র আধিকারিকরা। এদিকে,মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিক ভট্টাচার্যকে নিয়েও বিস্ফোরক অভিযোগ তুলেছে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, শৌভিক ভট্টাচার্য বেশ কয়েকবার লন্ডন যাত্রা করেছেন। যা সম্পূর্ণ গোপন করে গিয়েছেন তিনি। মানিক ভট্টাচার্যের স্ত্রীর বিরুদ্ধেও একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের সঙ্গেই জড়িত ছিলেন তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য। তাদের দাবি, নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য মানিকের স্ত্রীর কাছে রয়েছে।