দেশ ব্রেকিং নিউজ

প্রাক্তন সাংসদ জয়া প্রদাকে ‘পলাতক’ ঘোষণা করে গ্রেফতারের নির্দেশ বিচারকের

নির্বাচন বিধি লঙ্ঘন সংক্রান্ত দু’টি মামলায় অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া প্রদাকে হাজিরার জন্য তলব করেছিল উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত। উত্তরপ্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ জয়া প্রদার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে।

ইতিমধ্যেই ‘পলাতক’ তকমা দিয়ে জয়া প্রদার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়নাও জারি করা হয়। একাধিকবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর এবার কড়া পদক্ষেপ নিল আদালত। জয়া প্রদাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁকে ‘পলাতক’ ঘোষণা করেছে উত্তরপ্রদেশের আদালত। আগামী ৬ মার্চের মধ্যে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।