এবার টলিপাড়ায় এক নতুন গুঞ্জন। আট বছরের দাম্পত্যে ছেদ পড়তে চলেছে! আট বছরের সম্পর্কে ইতি টানতে চলেছেন মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই একসঙ্গে থাকছেন না এই তারকা দম্পতি।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা এ বিষয়ে মুখ খুলতে চাননি। ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়ে দেন। পরিচালক-অভিনেতা তথাগত অকপটে বলেছেন, ‘‘আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি।’’ তার দাবি, এই মুহূর্তে তিনি মা-বাবাকে নিয়ে ব্যস্ত। তাঁদের গায়ে যাতে কোনও আঁচ না লাগে সে দিকটা সবার আগে দেখছেন।
তথাগত ও দেবলীনার আলাদা থাকার কারণ কি তবে অভিনেত্রী – মডেল বিবৃতি চট্টোপাধ্যায়? তার সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কারণেই কি দেবলীনার সঙ্গে তাঁর এই দূরত্ব। যদিও এ বিষয়ে আগেই তথাগত জানিয়েছিলেন, বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে তা সবার আগে জানবেন দেবলীনা।
ছোট পর্দায় কাজ করার সুবাদে পরিচিত মুখ দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়। প্রথমে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব থেকে প্রেম তারপর বিয়ে। সুখী দাম্পত্য কাটাচ্ছিলেন দুজনেই। হঠাৎ কেন তবে বিরহের সুর? এ বিষয়ে মুখ খুলতে চাননি কেউই।