জেলা ব্রেকিং নিউজ

হাসপাতালে বসে পরীক্ষা দিলেন আহত মাধ্যমিক পরীক্ষার্থী

উত্তর ২৪ পরগনার বাগদা কাপাসাটি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীর রহিমা মন্ডল শুক্রবার মোটরবাইকে করে থোয়ারা হাই স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় মাকরা এলাকায় একটি পথ দুর্ঘটনায় আহত হয়। এরপর স্থানীয়দের সহায়তায় ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে বনগাঁ মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পরীক্ষার্থীর আঘাত পর্যালোচনা করে চিকিৎসকরা তাকে হাসপাতাল ভর্তি করে নেন। কিন্তু পরীক্ষার কি হবে? এই প্রশ্নে রহিমা যখন কাতর তখন এগিয়ে এলেন হাসপাতাল সুপার নিজেই।

প্রাথমিক চিকিৎসার পর প্রশাসনের সহায়তায় মহকুমা হাসপাতালেই ওই পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। হাসপাতাল সুপার প্রসাদ মাহাতো বলেন, পথ দুর্ঘটনায় আহত হয়ে রহিমা মন্ডল নামে একজন মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

প্রশাসনের তৎপরতায় হাসপাতালে বসে পরীক্ষা দিতে পারায় খুশি রহিমা মন্ডল ও তার বাবা শরিফুল মন্ডল। এজন্য শরিফুল প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।