যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন। প্রায় ৪০০ দিন ধরে রাশিয়ার আক্রমণ প্রতিহত করে চলেছে। আত্মমর্যাদার সঙ্গে দেশবাসীকে সাহস দিচ্ছে। কিন্তু এর ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়ছে। সেই পরিস্থিতিতে ইউক্রেনকে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর মধ্যে ২৭০ কোটি ডলার জরুরি ভিত্তিতে কিয়েভে পাঠানো হবে।
আইএমএফ’র বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী রাশিয়ার সঙ্গে যুদ্ধরত এই দেশটির বিদ্যুৎ অবকাঠামো মেরামতের জন্য ব্যয় করা হবে জরুরি ঋণ সহায়তার এই অর্থ। এই ঋণ দেওয়াকে রাশিয়া ভালো চোখে না দেখলেও প্রায় সমস্ত বিশ্ব আসিএমএফ এর প্রশংসা করেছে।
ইউক্রেনের সমর্থক হিসাবে মার্কিন ও পশ্চিমী দেশগুলো আইএমএফ এর এই সিদ্ধান্তে খুশি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আইএমএফ’র এই ঋণকে স্বাগত জানিয়েছেন। শনিবার টুইটবার্তায় তিনি বলেন,”রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই চলছে, তাতে এই ঋণ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। আমরা একসঙ্গে ইউক্রেনের অর্থনীতি টিকিয়ে রাখব এবং বিজয়ের দিকে এগিয়ে যাব।” এই ঋণ দেওয়া হয়েছে এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রকল্পের আওতায়।
এই প্রথম ইএফএফ প্রকল্পের আওতায় এত বড় অঙ্কের ঋণ দিচ্ছে আইএমএফ। এর আগে ২০২২ সালের মার্চে ইউক্রেনকে ৫০০ কোটি ডলার দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য ঋণ দিয়েছিল আইএমএফ।