জেলা লিড নিউজ

পুলিশের মানবিক মুখ: হারানো ছেলেকে ফিরে পেলেন বাবা

বাঁকুড়া জেলার অন্তর্গত খাতরা থানা এলাকার বাসিন্দা চব্বিশ বছরের অঙ্কিত রায়। এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন। বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ করেন ওই পরিবারের সদস্যরা।

একসময় সকলে ছেলেকে ফিরে পাওয়ার আশা ভরসা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন। কিন্তু আশার আলো দেখালেন বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত হাড়োয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা।

টহলরত অবস্থায় চলতি মাসের ২৮ তারিখে তাকে অস্বাভাবিক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে হাড়োয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তার বাড়ি বাঁকুড়া জেলায়। তৎক্ষণাৎ হাড়োয়া থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।

আজ তার বাবা দীপক রায়ের কাছে উপযুক্ত নথিপত্র দেখে ছেলেকে তার হাতে তুলে দেন হাড়োয়া থানার পুলিশ আধিকারিকরা। পুলিশের এই মানবিক কাজে প্রশংসায় পঞ্চমুখ ওই পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই।