বিনোদন

যুবানের অন্নপ্রাশন উপলক্ষ্যে সেজে উঠেছে বাড়ি

গোটা বাড়ি যুবানের অন্নপ্রাশন উপলক্ষ্যে সেজে উঠেছে। ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে বাড়ি। ছেলে প্রথম ভাত খাবে, সেই উপলক্ষ্যে রাজ, শুভশ্রীর আনন্দের অন্ত নেই। দুজনে মিলে একযোগে যেমন বাড়িঘর সাজিয়ে তোলার তদারকি শুরু করেন, তেমনি অতিথি আপ্যায়নের পালাও শুরু করেছেন। রাজ, শুভশ্রীর সোশ্য়াল হ্যান্ডেল থেকেই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও উঠে আসতে শুরু করে।

ছেলের অন্নপ্রাশনের আগে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় ভিডিও শেয়ার করে রাজকীয় অনুষ্ঠানের আগাম আভাস দেন। যুবানের দিদি সৃষ্টি পান্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও চোখে পড়ে ভিডিও।