কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারানো রাজ্য সরকারি স্কুলের ১,৯১১ জন গ্রুপ-ডি কর্মী। শুক্রবার ওই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। এদিন সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে ওই শূন্যপদে এখনই কোনও নিয়োগ করা যাবে না। ওই বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় কৌলের ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের পর্যবেক্ষণ, এখনই ওই শূন্যপদে নিয়োগ করা হলে আইনি জটিলতা তৈরি হবে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১,৯১১ জন গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। অভিযোগ ছিল, ওই ১,৯১১ জন বেআইনিভাবে নিযুক্ত হয়েছিলেন। হাইকোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে চাকরি হারানো গ্রুপ-ডি কর্মীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ দিলেও চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এরপরই গত ২০ ফেব্রুয়ারি ওই ১,৯১১ জন চাকরিচ্যুত গ্রুপ-ডি কর্মী সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিলেন। সেই মামলার রায় আজ দিল সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের এই রায়ে আশার আলোই দেখছেন চাকরিচ্যুত গ্রুপ-ডি কর্মীরা।