রাজ্য লিড নিউজ

Primary Teacher Recruitment: আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ, পুজোর আগেই সারতে হবে প্রক্রিয়া

২৩ -এর পর আরও ৫৪ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পুজোর আগেই সারতে হবে মোট ৭৭ জনের নিয়োগ প্রক্রিয়া। ভবিষ্যতের জন্য রাখা শূন্যপদ থেকে নিয়োগ করতে হবে। নিয়োগের সময়সীমাও বেঁধে দিল আদালত। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে ভবিষ্যতে এই নিয়োগের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল থাকায় বহু পরীক্ষার্থীই নিয়োগ থেকে বঞ্চিত হয়েছিলেন।

জানা গিয়েছে,২০১৪ সালে টেট উত্তীর্ণদের নিয়ে দুটি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। তার মধ্যে একটি শুরু হয় ২০১৬ সালে, অপরটি ২০২০ সালে। পরবর্তীতে টেট-এর প্রশ্নপত্রের ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় এবং সেই মামলায় বিশ্বভারতীর বিশেষ কমিটি জানায়, প্রশ্নপত্রের ছটি প্রশ্নই ভুল ছিল। কমিটির রিপোর্ট পাওয়ার পরই ২০১৮ সালের শেষের দিকে এই মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেয়, যারা ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, তাদের অতিরিক্ত ছয় নম্বর করে দেওয়া হবে। আদালতের এই নির্দেশের পরও পর্ষদ বাড়তি নম্বর দেয়নি এই অভিযোগ তুলে মামলা করেন অনেক চাকরিপ্রার্থী।

এরপরই সমস্ত তথ্য ও দলিল খতিয়ে দেখার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটা পর্ষদের ভুল। তাই পর্ষদকেই ভুল শোধরাতে হবে।’ যদিও এই বিষয়ে আদালতকে পর্ষদ জানায়, ভুল হলেও আপাতত শূন্যপদের তালিকা নেই, তাই এখনই নিয়োগ করা সম্ভব নয়। কিন্তু আদালত ২৮ সেপ্টেম্বরের মধ্যেই নিয়োগের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, এই ধরনের যত মামলা আসবে তিনি সেগুলি বিবেচনা করবেন।