ব্রেকিং নিউজ রাজ্য

বগটুইয়ে ক্ষতিপূরণ মামলায় সরকারের জবাব তলব হাইকোর্টের

রামপুরহাট-কাণ্ডে ফের নতুন করে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। সাক্ষীদের ক্ষতিপূরণ দিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে। সম্প্রতি মামলার শুনানিতে এমনটাই প্রশ্ন তুলেছিলেন বগটুই-কাণ্ডের মামলাকারীর আইনজীবী। আর সেই মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যেকে এই বিষয়ে হলফনামার মাধ্যমে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বগটুই-য়ে ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

বিশেষ করে এদিন সওয়ালে বগটুই মামলার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে সওয়াল করেন। তিনি বলেন, রামপুরহাট-কান্ডের পরেই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেন বলেও আদালতকে তথ্য দেন। কিন্তু কার সঙ্গে আলোচনা করে ওই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? এই বিষয়ে প্রশ্ন তোলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এতে সাক্ষীরা প্রভাবিত হতে পারেন বলেও মনে করা হচ্ছে। এই বিষয়ে পালটা বক্তব্য রাখেন রাজ্যের আইনজীবীরাও। দীর্ঘ দুই পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে হলফনামা-সহ জবাব পেশের নির্দেশ ডিভিশন বেঞ্চের।

প্রসঙ্গত, বগটুই গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল দম্পতি সাজিদুর রহমান ও তাঁর স্ত্রী লিলি খাতুনের। এঁদের রাজ্য সরকারের তরফে পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং একটি করে চাকরি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।