বেআইনি নিয়োগে’র অভিযোগে ৩৫০ জন কর্মীর বেতন বন্ধের নির্দেশ। তথ্য খতিয়ে দেখে বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। কয়েকদিন আগেই গ্রুপ সি’তে বড়সড় দুর্নীতি প্রকাশ্যে আসে। গত শুনানিতে ভুয়ো নিয়োগ সামনে আসতেই বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার মামলার শুনানিতে আবেদনকারী ৩৫০ জনের নিয়োগ সংক্রান্ত একটি চিঠি সহ তালিকা জমা করে আদালতে। যাদের বাতিল তালিকা থেকে নিয়োগ করা হয়েছে বলে আদালতে জানান আইনজীবী।
দীর্ঘ শুনানি শেষে আদালত পুরো বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, তালিকা দেখে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়। এসএসসি থেকে রেকমেন্ডেশন চিঠি পেয়েই এই নিয়োগ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ বোর্ডের চেয়ারম্যান এসএসসির রেকমেন্ডেশন চিঠি সংরক্ষণ করে রাখবে সিল করা খামে।
এসএসসি এই তালিকা ৪ দিনের মধ্যে খতিয়ে দেখবে। যদি দেখে বাতিল তালিকা থেকে নিয়োগ হয়েছে। তাহলে চারদিন পরেই সংশ্লিষ্ট জেলার অথরিটিকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানাবে মধ্যশিক্ষা পর্ষদ। ৩৫০ জনের মধ্যে যাদের বাতিল হবে তাদের এই মামলায় সংযুক্ত করা হবে। তাদের স্পীড পোস্ট এর মাধ্যমে জানাবে এসএসসি। এই মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর ।